নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে নিয়ে মেট্রো রেলে চড়ে অক্ষরধাম মন্দিরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে টার্নবুলকে নিয়ে মান্ডি হাউস স্টেশনে আসেন মোদী। সেখানে মেট্রো সংক্রান্ত বিভিন্ন তথ্য তিনি অসি প্রধানমন্ত্রীকে জানান। স্টেশনে তখন মোদীকে দেখে যাত্রীরা চমকে গিয়েছেন। তাঁদের কেউ কেউ মোদী, মোদী, ভারত মাতা কী জয় স্লোগানও তুললেন। মান্ডি হাউস থেকে মেট্রো চড়ে অক্ষরধামে পৌঁছন মোদী। ট্রেনে আসার পথেই মোদী ও টার্নবুল বেশ কয়েকটি সেলফিও তোলেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এই ছবি ট্যুইটারে শেয়ারও করেছেন। সবচেয়ে বড় কথা হল, মোদী ও টার্নবুলের জন্য সাধারণ যাত্রীদের মেট্রো রেল ব্যবহারে কোনও ব্যাঘাত ঘটেনি। মোদীর সঙ্গে তোলা সেলফি শেয়ার করে অসি প্রধানমন্ত্রী লেখেন, দিল্লি মেট্রোতে চড়ে অক্ষরধাম মন্দিরে যাচ্ছি। যাত্রা পথে স্টেশনগুলি অপেক্ষমান যাত্রীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন দুই দেশের প্রধানমন্ত্রী। মোদীও ট্যুইট করে অক্ষরধাম মন্দিরে পৌঁছনোর কথা জানান। মোদী টার্নবুলকে মন্দিরের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অবহিত করেন। এরপর ব্যাটারি গাড়িতে চড়ে তাঁরা মন্দির চত্বর ঘুরে দেখেন।