কেদারনাথ: জনসেবাই প্রভু সেবা। কেদারনাথে গিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছয়মাসের মধ্যে দ্বিতীয়বার কেদারনাথে এলেন মোদী। আজ সকালে প্রথমে কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে ঢুকে ২০ মিনিট ধরে পুজো করেন নরেন্দ্র মোদী। এখানে রুদ্রাভিষেক করলেন তিনি। এরপর মন্দির পরিক্রমাও করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ২০১৩-য় প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কেদারনাথ ধামকে নতুন করে সাজানো হবে। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং পৌরাণিক ঐতিহ্যের কথা মাথায় রেখেই কেদারনাথ ধামে সংস্কারের কাজ করা হবে। পুণ্যার্থীদের সুবিধার্থে কেদারনাথ যাওয়ার রাস্তা চওড়া করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিন সকালে প্রধানমন্ত্রী জোলিগ্রাম বিমানবন্দরে পৌঁছলে তাঁকে স্বাগত জানান উত্তরাখণ্ডের রাজ্যপাল ড. কৃষ্ণকান্ত পাল এবং মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। সেখানে থেকে সরাসির কেদারনাথের উদ্দেশে রওনা দেন মোদী।
মন্দিরে পুজো দেওয়ার পর প্রধানমন্ত্রী কেদারপুরীতে বেশ কয়েকটি পুনর্নির্মাণ প্রকল্পের শিলান্যাস করেন। এর মধ্যেই একটি আদি গুরু শঙ্করাচার্যের সমাধির পুনর্নির্মাণ প্রকল্প। ২০১৩-র বিধ্বংসী বন্যায় ওই সমাধি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এছাড়াও আরও কয়েকটি কর্মসূচী রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রী স্বচ্ছতা মিশনের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, যে কোনও উন্নয়ণমূলক কাজের মতোই সমান গুরুত্বপূর্ণ শৌচালয়। তিনি আরও বলেন, কেদারনাথে এলে নতুন করে দেশসেবার অনুপ্রেরণা পাই।
প্রধানমন্ত্রী বলেন, দেশসেবাই দেবসেবা। কেদারনাথের পবিত্র ভূমি থেকে আমি ভোলে বাবার আশীর্বাদ চাইছি এবং স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী ২০২২-র মধ্যে উন্নত ভারতের স্বপ্ন পূরণের আত্মনিবেদনের শপথ নিচ্ছি।
কেদারনাথে এলে নতুন করে দেশসেবার অনু্প্রেরণা পাই, মন্দিরে পুজো দিয়ে বললেন প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Oct 2017 12:48 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -