নয়াদিল্লি: স্বচ্ছতা প্রচার শুধু মুখেই নয়, কার্যক্ষেত্রেও করে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ব্যাপারে তাঁর একটি ভিডিও আজ ভাইরাল হয়ে গিয়েছে।

এই ভিডিওয় দেখা যাচ্ছে, দশমীর দিন দিল্লির রামলীলা ময়দানে রাবণ পোড়ানোর সময়কার দৃশ্য। আরতির পর প্রধানমন্ত্রী টিস্যু পেপারে হাত পরিষ্কার করেন। কাছাকাছি কোনও ডাস্টবিন ছিল না। তাই কথা বলতে বলতেই তিনি তা পুরে ফেলেন জামার পকেটে।



সাধারণত মানুষ অপরিষ্কার টিস্যু পেপার ডাস্টবিনে ফেলে দেন তা না হলে সটান রাস্তায়। কিন্তু নোংরা নিজের কাছে রাখতে চান না কেউ। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পদক্ষেপ প্রেরণাদায়ক হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে।