নয়াদিল্লি: ডিমোনেটাইজেশন নীতির সমালোচনা করে আগেই কেন্দ্রের রোষের মুখে পড়েছিলেন অমর্ত্য সেন। এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কটাক্ষের নিশানায় নোবেলজয়ী অর্থনীতিবিদ।


উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে অমর্ত্য সেনকে তীব্র আক্রমণ করেন মোদী। জানান, হার্ভার্ডের (চিন্তাধারার) চেয়ে (গরিব মানুষের) কঠোর পরিশ্রম অনেক বেশি মূল্যবান।


প্রধানমন্ত্রী বলেন, একদিকে, তাঁরা রয়েছেন, যাঁরা হার্ভার্ডের কথা বলেন। আর অন্যদিকে দেশের গরিব সন্তান, যাঁরা কঠোর পরিশ্রম দিয়ে দেশের অর্থনীতি বদলাতে চান।


প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রের নোট বাতিলের নীতির তীব্র সমালোচনা করে নোবেলজয়ী অর্থনীতিবিদ দাবি করেছিলেন, ডিমোনেটাইজেশনের প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে। তিনি বলেছিলেন, দেশের আর্থিক বৃদ্ধির হার অনেকটাই কমবে।


যদিও, গতকাল কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর দাবি করে, নোট বাতিলের ফলে প্রভাবিত হবে না দেশের আর্থিক বৃদ্ধিতে। তাদের দাবি, চলতি অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার হতে পারে ৭.১ শতাংশ।


এই প্রেক্ষিতেই এদিন অমর্ত্য সেনকে আক্রমণ করলেন মোদী, বলেই মনে করছে ওয়ারিবহাল মহল।