নয়াদিল্লি: আগামী ২১ জুন, বিগত বছরের মতো এবারও যোগ দিবস পালন করবে ভারত। আর সেই মতো আগাম প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্রীয় সরকার। বুধবার সামাজিক মাধ্যমে  একটি ভিডিও পোস্ট করে যোগাভ্যাসকে মানব জীবনের অঙ্গ করে তোলার জন্য আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


তিনি লিখেছেন, ২০১৯-এর ২১ জুন দিনটি আমরা যোগ দিবস হিসেবে উদযাপন করব। আমি আপনাদের সকলের কাছে আর্জি জানাচ্ছি, যোগ-কে জীবনের অখণ্ড অংশ করুন এবং অন্যদেরও উৎসাহ দিন।





এবছর যোগ দিবসে দিল্লি, মাইসোর, আমেদাবাদ ও রাঁচি, এই চারটি জায়গাকে জাতীয় কর্মসূচি পালনের জন্য বেছে নিয়েছে কেন্দ্র। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম মেগা পাবলিক ইভেন্ট।