নয়াদিল্লি: মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুবার কথা বলেছেন ছাত্রছাত্রীদের নিয়ে। তাদের সামনে নানা চ্যালেঞ্জ, পরীক্ষার ভয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছেন তিনি। আর এবার তিনি বই লিখেছেন এ নিয়ে।

হ্যাঁ, সত্যিই বই লিখেছেন নরেন্দ্র মোদী। বইয়ের নাম এক্সাম ওয়ারিয়র্স। ৩ তারিখ প্রকাশিত হবে বইটি, এতে ছাত্রছাত্রীদের মানসিক চাপ কাটানোর নানা উপায় নিয়ে আলোচনা রয়েছে। রয়েছে চাপ কমাতে যোগাসনের উপকারিতার কথা।

প্রকাশনা সংস্থা পেঙ্গুইন প্রকাশ করতে চলেছে বইটি।

দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দিতে চলা পড়ুয়াদের ওপর বেশি জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, পরীক্ষায় নম্বর নয়, বেশি জোর দেওয়া উচিত জ্ঞান অর্জনে।

প্রকাশিত হয়েছে বইটির প্রথম পাতা।