নয়াদিল্লি: টেলিভিশন চ্যানেলে সাম্প্রতিক সাক্ষাতকার নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় বিদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেটিজেনরা বিশেষত তাঁর কর্মসংস্থান সংক্রান্ত একটি মন্তব্য ঘিরে ঠাট্টা-তামাশা ও বিদ্রুপ করেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার সাক্ষাত্কার দিতে গিয়ে রাজনীতি, দেশের অর্থনীতি থেকে শুরু করে বিদেশ নীতি ও কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছেন। কর্মসংস্থানের ক্ষেত্রে তাঁর সরকার সঠিক পথে চলছে কিনা, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মোদী বলেন, কেউ যদি পকোড়া বিক্রি করে দিনে দুশো টাকা আয় করেন, তাহলে কি তা কাজ নয়?
মোদীর এই মন্তব্য ঘিরেই ঠাট্টা, তামাশা ও বিদ্রুপ করেছেন নেটিজেনদের একাংশ। প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সংক্রান্ত ওই বক্তব্য সম্পর্কে প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ, রাজনীতিবিদরা ছাড়াও সাধারণ লোকজনও বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন।
প্রশান্ত ভূষণ বলেছেন, জেএনইউ-তে সম্ভাব্য অধ্যাপকদের গোশালা সম্পর্কে তাঁদের ধ্যানধারনা জানতে চাওয়া হচ্ছে। মোদী এক্সক্লুসিভ সাক্ষাত্কারে বলেছেন, পকোড়া বিক্রি করেই কর্মসংস্থান হচ্ছে। এই সরকার চলতে থাকলে শীঘ্রই তরুণদের কর্মসংস্থান হবে গোশালায়।
একজনের ট্যুইট-প্রধানমন্ত্রী জেগে উঠুন,চিন ডোকালামে পকোড়ার স্টল খুলছে!





উল্লেখ্য, ২০১৩-তে লোকসভা ভোটের প্রচারে মোদী বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এলে সারা দেশে বছরে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন।