মোদীর নীতির জন্যই আগুন জ্বলছে, কাশ্মীর ভারতের, ভারত কাশ্মীরের, তৃতীয় পক্ষের মধ্যস্থতা নয়, বললেন রাহুল
Web Desk, ABP Ananda | 21 Jul 2017 02:52 PM (IST)
নয়াদিল্লি: ফের রাহুল গাঁধীর তোপ নরেন্দ্র মোদীকে। বিশেষত, কাশ্মীরের অশান্তির জন্য প্রধানমন্ত্রীকে ফের দায়ী করলেন কংগ্রেস সহ সভাপতি। কেন্দ্রের এনডিএ সরকার কাশ্মীরে অশান্তি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ বলে অভিযোগ রাহুলের। মোদী সরকারের নীতির জন্য জম্মু ও কাশ্মীর "জ্বলছে', ওরা পরিস্থিতি সামলাতে পারছে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, অনেকদিন ধরেই বলে আসছি, নরেন্দ্র মোদী, এনডিএ-র নীতিই কাশ্মীরে আগুন জ্বালিয়েছে। যদিও কাশ্মীর বিতর্কে তৃতীয় পক্ষকে সামিল করার প্রস্তাব খারিজ করে দেন রাহুল। সাংবাদিকদের বলেন, বলা হচ্ছে, কাশ্মীর নিয়ে চিন ও পাকিস্তানের সঙ্গে কথা বলা উচিত। কিন্তু আমার মত হল, ভারত কাশ্মীরের, কাশ্মীর ভারতের। কাশ্মীর আমাদের ঘরোয়া ব্যাপার। এর মধ্যে তৃতীয় কোনও পক্ষের মধ্যস্থতার কোনও প্রয়োজন নেই। গত বছর হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর হাতে সংঘর্ষে খতম হওয়ার পর থেকেই অশান্ত জম্মু ও কাশ্মীর। ১০ জুলাই কাশ্মীরে অমরনাথের বাসযাত্রীদের ওপর সন্ত্রাসবাদী হামলার পরও মোদীর নীতি, বিজেপির মেহবুবা মুফতির পিডিপি-র সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ার পদক্ষেপই কাশ্মীর উপত্যকায় অশান্তি বৃদ্ধির কারণ বলে দাবি করেছিলেন রাহুল। দফায় দফায় ট্যুইট করে বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদীর পিডিপি-র সঙ্গে আঁতাত করে 'স্বল্পমেয়াদি রাজনৈতিক ফায়দা' তোলার 'বিরাট মূল্য' দিতে হয়েছে ভারতকে। মোদীর ব্যক্তিগত লাভ মানে ভারতের কৌশলগত ক্ষতি, নিরীহ, সাধারণ ভারতবাসীর রক্তপাত, লোকসান। প্রসঙ্গত, চিনের কাশ্মীর ইস্যুর সমাধানে গঠনমূলক ভূমিকা পালনের প্রস্তাবের প্রতিক্রিয়ায় ভারত জানিয়ে দিয়েছে, জম্মু ও কাশ্মীর সমেত যাবতীয় বিরোধ পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ভাবে মিটিয়ে ফেলার নীতিতে কোনও বদল হয়নি।