প্রধানমন্ত্রীকে রাখি পরিয়েছেন ইনি, মারা গেলেন ধানবাদে, ১০৪ বছর বয়সে
ABP Ananda, Web Desk | 10 Mar 2018 03:59 PM (IST)
ধানবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাখি বোন শরবতি দেবী মারা গেলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০৪। গত বছর প্রধানমন্ত্রীকে রাখি পরাতে চেয়ে চিঠি লেখেন ধানবাদের বাসিন্দা শরবতি। বলেন, ভাই মারা গিয়েছেন ৫০ বছর আগে কিন্তু তাঁর অভাব এখনও বোধ করেন তিনি। তাই প্রধানমন্ত্রীকে রাখি পরাতে চান। রাজি হয়ে যান নরেন্দ্র মোদী। অগাস্টে রাখি পূর্ণিমার দিন প্রধানমন্ত্রীর লোক কল্যাণ মার্গের বাসভবনে এসে তাঁর সঙ্গে দেখা করেন অশীতিপর এই বৃদ্ধা, হাতে বেঁধে দেন রাখি। এরপর তাঁকে দেখা যায় প্রধানমন্ত্রীকে রাখি পরাতে আসা একঝাঁক স্কুলছাত্রীর সঙ্গে। শরবতির বিয়ে হয় ধনরাজ আগরওয়ালের সঙ্গে, ৯টি সন্তান হয় তাঁদের। তাঁর স্বামী ও ২ সন্তান আগেই মারা গিয়েছেন।