মথুরা:  নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করলেন বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী হেমা মালিনী। এর আগে প্রধানমন্ত্রীও অভিযোগ করেছেন, সংসদে বিরোধীরা তাঁকে কথা বলতে দিচ্ছে না। এবার একই সুরে হেমাও অভিযোগ করলেন, প্রধানমন্ত্রী সংসদে আসছেন। কিন্তু তাঁকে কোনও কথা বলতে দিচ্ছে না বিরোধীরা।


এদিন হেমা ডিজিটাল লেনদেনের পক্ষেও জোরাল সওয়াল করেছেন। নোট বাতিলের পর নগদের অভাবে জেরবার মানুষ। এই অবস্থায় কেন্দ্র নগদহীন লেনদেনের ওপর গুরুত্ব দিচ্ছে। এই উদ্যোগের সমর্থন করে মথুরার সাংসদ বলেছেন, ডিজিটাল লেনদেন বাড়লে বাস্তবে পরিস্থিতির উন্নতি হবে। ইন্টারনেটের গতি খুব কম হওয়ায় ডিজিটাল লেনদেন কীভাবে জনপ্রিয় হবে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে হেমা বলেছেন, ইন্টারনেটের গতিও বাড়বে।

এর আগে নগদহীন লেনদেন সংক্রান্ত কর্মশালায় হেমা প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবে রূপ দিতে জনগনের কাছে সহযোগিতার আর্জি জানান। তিনি বলেন, হাতে নগদ থাকলে অনেকটাই নিশ্চিন্তে থাকা যায়। কিন্তু সেই ধারণা বদলানোর সময় চলে এসেছে। তিনি আরও বলেছেন, দৈনন্দিন জীবনে বদল এলে সমস্যা হয়। কিন্তু পরে ওই বিকল্পই সম্পদ হয়ে ওঠে।