গুয়াহাটি: অসমে নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার আগে কামাখ্যা মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


পশ্চিমবঙ্গের তিনটি জায়গায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে গতকাল রাতেই অসমে পৌঁছন মোদী। এরপর এদিন সকালে দিন নিলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরে যান মোদী। সেখানে শিড়ি পায়ে চড়েই পার করে মূল মন্দিরে যান মোদী।

মন্দিরের গর্ভগৃহে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। প্রার্থনাও সারেন। জানা গিয়েছে, নিরাপত্তার কারণে সেই সময় কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, নবরাত্রীর প্রথম দিন উপলক্ষ্যে এই সতীপীঠে পুজোও দেন মোদী।

এরপর বাইরে অপেক্ষারত মানুষদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে করমর্দন করেন মোদী। প্রসঙ্গত, এই প্রথম কামাখ্যা-দর্শন করলেন মোদী। সেখান থেকে নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েন তিনি। সূচি অনুযায়ী, এদিন রোহা, রঙ্গিয়া, সরভোগ এবং গুয়াহাটির জনসভায় বক্তৃতা দেবেন তিনি। এরপর সন্ধ্যায় দিল্লি ফিরে যাবেন।