কেদারনাথ (উত্তরাখণ্ড): নতুন পথে দরজা খুলল কেদারনাথ মন্দিরের। প্রথম দর্শনার্থী প্রধানমন্ত্রী। গর্ভগৃহে ঢুকে দিলেন পুজো।
ছ’ মাস বন্ধ থাকার পর এদিন ফের খোলে কেদারনাথ মন্দিরের দরজা। একদিনের সফরে বুধবার উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দির দর্শনে যান নরেন্দ্র মোদী। সকালে দিল্লি থেকে দেরাদুনে পৌঁছে হেলিকপ্টারে কেদারনাথ পৌঁছন তিনি। সকাল ৮টা ৫০-এ খুলে যায় মন্দিরের দরজা। এরপর পুজোয় বসেন প্রধানমন্ত্রী। মিনিট ২০ পর বাইরে বেরিয়ে এসে নন্দীর পরিক্রমা করেন মোদী। মন্দিরের সামনে উপস্থিত ভক্তদের সঙ্গে কথাও বলেন।
উত্তরাখণ্ডের চারধাম হল, কেদারনাথ, বদ্রিনাথ, যমুনোত্রী ও গঙ্গোত্রী। প্রতিবছর লক্ষ লক্ষ পুন্যার্থী চারধাম যাত্রা করেন। কিন্তু দুর্গম রাস্তায় নানারকম সমস্যায় পড়তে হয় তাঁদের। সে কথা মাথায় রেখেই সড়কপথে চারধামকে জুড়তে পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। গত গত ডিসেম্বরে ৯০০ কিলোমিটার দীর্ঘ ২ লেনের জাতীয় সড়ক তৈরির যে প্রকল্পের সূচনা করেছেন খোদ প্রধানমন্ত্রী। সেই প্রকল্পের কাজ চলছে।
২০১৩ সালের জুনে মেঘভাঙা বৃষ্টির পর মন্দাকিনীর তোড়ে সবকিছু ভেসে গেলেও অক্ষত ছিল কেদারনাথ মন্দির৷ সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে গড়ে উঠেছে পথঘাট। ফের সেই পথে পা বাড়িয়েছেন ভক্তরা।
পূজার্চনার পর কেদারনাথ হেলিপ্যাড থেকে সকাল সোয়া ১০টায় হরিদ্বারের উদ্দেশে রওনা দেন মোদী। সকাল সাড়ে ১১টা নাগাদ পৌঁছন রামদেবের পতঞ্জলি যোগী পীঠে। সেখানে গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় একঘন্টা থাকেন প্রধানমন্ত্রী। এরপর ফেরেন দিল্লিতে।
কেদারনাথ মন্দিরে পূজার্চনা প্রধানমন্ত্রীর
ABP Ananda, web desk
Updated at:
03 May 2017 09:13 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -