সংসদে একটি অনুষ্ঠানে ফুল দিয়ে অম্বেদকরকে শ্রদ্ধা জানিয়েছেন মোদী। প্রসঙ্গত, ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সংবিধানের প্রণেতা অম্বেদকর। 'বাবাসাহেব' নামেই পরিচিত ছিলেন তিনি। অম্বেদকরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা মোদীর
Web Desk, ABP Ananda | 06 Dec 2016 12:02 PM (IST)
নয়াদিল্লি: ভীমরাও রামজি অম্বেদকরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাঁর অবদানের জন্য ভারত চিরকাল বাবাসাহেবের প্রতি কৃতজ্ঞ থাকবে।