মুম্বই: প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার দৈর্ঘ্যের উপকূলকে রাষ্ট্রের বৃদ্ধির চালিকাশক্তি বলে উল্লেখ করে বন্দরগুলির উন্নয়নের জন্য প্রায় ১ লক্ষ কোটি টাকা প্রয়োজন বলে জানালেন প্রধানমন্ত্র নরেন্দ্র মোদী। এর জন্য তিনি আন্তর্জাতিক মহলকেও এই ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার দেশের প্রথম মেরিটাইম ইন্ডিয়া সামিট (এমআইএস)-এর উদ্বোধন করতে গিয়ে মোদী জানান, সমুদ্র-পথের দিকে নজর দেওয়ার এটই সেরা সময়। মোদী বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত, ২০২৫ সালের মধ্যে দেশের বন্দরগুলির মিলিত ক্ষমতা ১৪০০ মিলিয়ন টন থেকে বাড়িয়ে ৩ হাজার মিলিয়ন টন করা।
তিনি জানান, এর জন্য বন্দরগুলির খোলনলচে বদলে দিতে ১ লক্ষ কোটি টাকার প্রয়োজন। তিনি জানান, বর্তমান অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চাহিদাও। সেই অনুযায়ী, আমদানি-রফতানি বাণিজ্যের বৃদ্ধির কথা মাথায় রেখে দেশে আরও ৫টি বন্দর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জলপথের উন্নয়নের ব্লু-প্রিন্ট খোলসা করতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, দেশের ১২টি প্রধান বন্দরের যেমন আধুনীকিরকণ করা হবে, তেমনই ৮টি উপকূলবর্তী রাজ্যে প্রায় ১০০টি প্রকল্পকে বাস্তবায়িত করা হবে। পাশাপাশি বন্দরগুলিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত করা এবং বন্দরের পাশে স্মার্ট-সিটি, শিল্প-পার্ক, ওয়্যারহাউস, লজিস্টিক্স পার্ক এবং পন্য পরিষেবা করিডর নির্মাণ করা হবে বলেও জানান মোদী।
মোদীর মতে, এই আধুনীকিকরণের মাধ্যমে আগামী ১০ বছরে প্রায় ১ কোটি কর্মসংস্থান হবে। এর মধ্যে ৪০ লক্ষ প্রত্যক্ষ এবং ৬০ লক্ষ পরোক্ষভাবে কর্মসংস্থান হবে।
দেশের বন্দরগুলির উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের সওয়াল মোদীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Apr 2016 12:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -