নয়াদিল্লি: সোমবার সকালে সংসদে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের সিদ্ধান্ত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোটা রাজ্যকে জম্মু ও কাশ্মীর আর লাদাখে টুকরো করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির জন্য আলাদা বিলও পেশ করেন তিনি। সেই সঙ্গে তিনি তুলে ধরেন, কীভাবে ঐতিহাসিক ভুল শুধরে নিল নরেন্দ্র মোদির সরকার।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী। টুইটারে অমিত শাহকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মোদি। লেখেন, 'রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির বক্তৃতা বিশদ ও দূরদর্শী ছিল। অতীতের অন্যায়কে নিখুঁতভাবে তুলে ধরেছেন উনি। জম্মু  ও কাশ্মীরের ভাই-বোনেদের নিয়ে আমাদের পরিকল্পনাও ব্যাখ্যা করেছেন। শুনে দেখুন।'




টুইটের সঙ্গে সোমবার অমিত শাহর বক্তৃতার একটি ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী।