নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭২-তম অধিবেশনে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ যেভাবে কড়া ভাষায় সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে আক্রমণ করেছেন, তার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। ট্যুইট করে প্রধানমন্ত্রী বলেছে, সন্ত্রাসবাদের বিপদ এবং এই বিপদের বিরুদ্ধে আমাদের কেন ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে, সে বিষয়ে কড়া বার্তা দিয়েছেন সুষমা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্ররোচনা সত্ত্বেও সুষমা যেভাবে মাপা জবাব দিয়েছেন, তাতে তাঁর পরিণত বোধ ও সংকল্পের পরিচয় পাওয়া গিয়েছে। তিনি সন্ত্রাসবাদের বিষয়ে পাকিস্তানের ছলনা প্রকাশ করে দিয়েছেন।


শনিবার পাকিস্তানকে কটাক্ষ করেন সুষমা। তিনি বলেন, ভারত সারা বিশ্বে তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে স্বীকৃত শক্তি, আর পাকিস্তান সন্ত্রাসবাদী সরবরাহের কারখানা। নিজেদের কার্যকলাপ খতিয়ে দেখাই পাকিস্তানের নেতাদের পক্ষে বুদ্ধিমানের কাজ হবে। ভারত বিজ্ঞানী, শিক্ষাবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করেছে আর পাকিস্তান সন্ত্রাসবাদী তৈরি করেছে।


এই বক্তব্যের জন্যই সুষমাকে অভিনন্দন জানিয়েছেন মোদী। তিনি বলেছেন, বিদেশমন্ত্রী রাষ্ট্রপুঞ্জে ভারতকে গর্বিত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীও একইভাবে বিদেশমন্ত্রীর প্রশংসা করেছেন।