মুম্বই: আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে চালু হবে পণ্য পরিষেবা কর (জিএসটি)। তার আগে এর প্রস্তুতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, জিএসটি হবে দেশের অর্থনীতির পক্ষে ‘যুগান্তকারী’ ঘটনা। দেশের ইতিহাসে একটি ‘নজিরবিহীন’ মুহুর্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, এক দেশ, এক বাজার এক কর ব্যবস্থায় আমজনতা উপকৃত হবেন।
জিএসটি চালু করার বিভিন্ন দিক তিনি খতিয়ে দেখেন এবং এই কর ব্যবস্থার সঙ্গে যুক্ত তথ্য-প্রযুক্তি ব্যবস্থার সাইবার নিরাপত্তার দিকে সর্বাধিক নজর দিতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-র পক্ষ থেকে জারি করা বিবৃতিতে একথা জানানো হয়েছে।
প্রায় আড়াই ঘন্টা এই পর্যালোচনা বৈঠক চলে। অর্থমন্ত্রী অরুণ জেটলি, অর্থমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা এবং পিএমও ও মন্ত্রিসভার সচিব বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসা ও বাণিজ্য সংক্রান্ত সংস্থা সহ সংশ্লিষ্ট সকল পক্ষের যৌথ প্রচেষ্টার ফলেই আগামী ১ জুলাই থেকে জিএসটি চালু হতে চলেছে।
দেশের অর্থনীতিতে যুগান্তকারী ঘটনা জিএসটি, পর্যালোচনা বৈঠকে বললেন মোদী
ABP Ananda, web desk
Updated at:
05 Jun 2017 05:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -