নয়াদিল্লি: ক্যান্সার আক্রান্ত সমাজকর্মীর চিকিত্সায় প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ৩ লক্ষ টাকা অনুমোদন করলেন নরেন্দ্র মোদী। ডোরিস ফ্রান্সিস নামে ওই অসুস্থ সমাজকর্মীর এইমস-এ চিকিত্সা চলছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা ওই মহিলা সমাজকর্মী নিজে থেকে এলাকায় জাতীয় সড়ক সংলগ্ন রাস্তায় যানবাহন নিয়্ন্ত্রণ করেন। এজন্য এলাকায় তাঁকে চেনেন সকলেই। তাঁর ক্যান্সার হয়েছে এবং তিনি এইমস-এ ভর্তি রয়েছেন, সংবাদপত্র মারফত এটা জানার পরই তাঁর চিকিত্সার সুবিধায় প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রধানমন্ত্রী ওই অর্থ মঞ্জুর করেছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও)।


এক বিবৃতিতে তারা বলেছে, ডোরিস ফ্রান্সিসের যাতে যথাযথ চিকিত্সা, সেবাযত্ন করা হয়, সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ তহবিলের অর্থ মঞ্জুর হওয়ার কথা হাসপাতাল ও ওই সমাজকর্মীর পরিবারকেও জানানো হয়েছে বলে জানিয়েছে পিএমও।