নয়াদিল্লি: প্রশাসন ও নাগরিকদের উচিত দেশের সংবিধানকে মান্যতা দিয়ে কাজ করা। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বার্তা, কোনওভাবে কারও ক্ষতি করা উচিত নয়।


এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, সংবিধানের প্রত্যেক কথা অক্ষরে অক্ষরে পালন করাটা আমাদের কর্তব্য। নাগরিক ও প্রশাসনের উচিত সংবিধানকে মান্যতা দিয়ে এগিয়ে চলা। আমাদের সংবিধান বলছে, কোনওভাবে কারও ক্ষতি করা উচিত নয়। সেটাই পালন করা উচিত।


সম্প্রতি, ‘পদ্মাবতী’ ছবি ঘিরে বিতর্কে তোলপাড় দেশ। ছবির গল্প ঘিরে আপত্তি থাকায় বিভিন্ন গোষ্ঠীর তরফ থেকে ছবির অভিনেতা, অভিনেত্রী ও পরিচালককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এর পাশাপাশি, গো-হত্যা ও গরু পাচার অভিযোগ নিয়ে বিভিন্ন সময়ে স্বঘোষিত গোরক্ষকদের হাতে একাধিক মানুষ আক্রান্ত হয়েছেন।


ওয়াকিবহাল মহলের মতে, নাম না করে এদিন এই দুই ইস্যু নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এদিন মোদী বলেন, সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হল সকলের জন্য সমতা ও সংবেদনশীলতা। দেশের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত ও সুরক্ষিত করা হয়েছে সংবিধানে। প্রত্যেকের উচিত সংবিধানকে অক্ষরে অক্ষরে পালন করা।