গণতন্ত্রের কণ্ঠরোধ করছে কংগ্রেস, সংসদে অচলাবস্থার প্রতিবাদে ১২ই অনশন করবেন বিজেপি সাংসদরা: মোদী
Web Desk, ABP Ananda | 06 Apr 2018 08:03 PM (IST)
নয়াদিল্লি: বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে গোলমালের জন্য কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিজেপি-র প্রতিষ্ঠা দিবসে সংসদীয় দলের বৈঠকে তিনি বলেছেন, গণতন্ত্রের কণ্ঠরোধ করছে কংগ্রেস। সংসদে বিরোধী দলগুলির অচলাবস্থা তৈরি করার প্রতিবাদে ১২ এপ্রিল অনশন করবেন বিজেপি সাংসদরা। কেন্দ্রীয় সরকার দলিত ও উপজাতিদের জন্য যে সাতটি জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে, গ্রামগুলিতে গিয়ে সেটা প্রচার করতে হবে জনপ্রতিনিধি ও মন্ত্রীদের। এই বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার জানিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপি-র শক্তি বাড়ায় কংগ্রেস সহ বিরোধী দলগুলি বিভেদ ও নেতিবাচক রাজনীতি করছে। তিনি যখন সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের পর ধন্যবাদ জ্ঞাপন করতে যান, তখন বিরোধী দলগুলির সাংসদরা তাঁকে প্রায় ঘিরে ধরেন। প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালীন এই ধরনের বিশৃঙ্খলা নজিরবিহীন। গণতন্ত্রের স্বার্থেই তিনি বিরোধী দলগুলির সাংসদদের হট্টগোলের মধ্যেই দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বক্তব্য চালিয়ে যান। বিরোধীদের কাছে কোনও ইস্যু নেই। সেই কারণেই তারা সংসদে গোলমাল তৈরি করছে। বিজেপি যখন সমাজকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে, তখন বিরোধীরা বিভেদ তৈরি করছে। বিরোধী দলগুলির এই কৌশল প্রকাশ করে দিতে হবে বিজেপি সাংসদদের। বিজেপি সূত্রে খবর, ১১ এপ্রিল সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলের জন্মদিবসটিকে সমতা দিবস হিসেবে পালন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ১৪ এপ্রিল সব বিজেপি সাংসদকে বাধ্যতামূলকভাবে বি আর অম্বেডকরের জন্মদিবস পালন করতে হবে। ১৪ এপ্রিল থেকে ৫ মে-র মধ্যে গ্রাম স্বরাজ অভিযান করবে বিজেপি। দেশের ২০,৮৪৪টি গ্রামের বাসিন্দাদের ৫০ শতাংশের বেশি দলিত ও উপজাতি সম্প্রদায়ের মানুষ। সাংসদদের এই গ্রামগুলিতে একটি করে রাত এবং মন্ত্রীদের দু-রাত কাটাতে হবে। সবকা সাথ, সবকা বিকাশ যাত্রাও করবে বিজেপি।