স্বাধীনতা দিবসের ভাষণে কী বলবেন? আপনার সাজেশন চাইছেন মোদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Aug 2016 10:36 AM (IST)
নয়াদিল্লি: ২০১৫ সালের মতো এবারেও লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে কী বলবেন, সে বিষয়ে আমজনতার পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন সরকারি ওয়েবসাইটে এ বিষয়ে একটি প্রচারমূলক বার্তাও দেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসের ভাষণ সম্ভবত তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতাগুলির অন্যতম। মোদীই প্রথম প্রধানমন্ত্রী, যিনি এই ভাষণে কী বলবেন, সেজন্য সাধারণ মানুষের থেকে পরামর্শ চান। সাধারণ মানুষ এই বক্তৃতা সম্পর্কে তাঁদের পরামর্শ জমা দিতে পারেন MyGov নামের প্ল্যাটফর্মে অথবা মোদীর ওয়েবসাইটে। এছাড়া মোবাইল অ্যাপলিকেশন ব্যবহার করেও দেওয়া যাবে সাজেশন। যাঁরা পরামর্শ দিতে চান, তাঁদের শুধুমাত্র সেই ওয়েবসাইট বা অ্যাপলিকেশনে গিয়ে ক্লিক করতে হবে, তারপর নিজের সাজেশন জমা দিতে হবে। মোদী তা পড়ে নিজের মতো করে গুছিয়ে নেবেন। যে সাজেশন মোদীর সবচেয়ে ভাল বলে মনে হবে, সেটা তিনি ভাষণে তুলে আনবেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হিসেবে এবার মোদী স্বাধীনতা দিবসে নিজের তৃতীয় ভাষণ দেবেন ১৫ আগস্টের সকালে।