নয়াদিল্লি: টুজি স্পেকট্রাম বরাদ্দ মামলায় দুর্নীতির অভিযোগ থেকে মনমোহন সিংহ জমানার টেলিকমমন্ত্রী এ রাজা, শরিক ডিএমকে মন্ত্রী কানিমোঝি বিশেষ আদালতে বেকসুর খালাস পাওয়ার পর কংগ্রেসের দাবি, শেষ পর্যন্ত সত্যের জয় হল। কেন্দ্রের প্রাক্তন ইউপিএ সরকারকে বিরোধী শিবির কাঠগড়ায় তুলেছিল টুজি কেলেঙ্কারি মামলা ইস্যুতে। আজ রাজা, কানিমোঝির পাশাপাশি এই মামলা থেকে রেহাই মিলেছে আরও ১৫ অভিযুক্ত, তিনটি কোম্পানিরও। বিশেষ আদালতের রায় বেরতেই কংগ্রেস নেতা, ইউপিএ জমানার গুরুত্বপূর্ণ মন্ত্রী পি চিদম্বরম বলেন, একটা বিষয় পরিষ্কার। সরকারের একেবারে শীর্ষ স্তরের লোকজনের যোগসাজসে বিরাট বড় মাপের কেলেঙ্কারির অভিযোগ যে কখনই সত্যি, সঠিক ছিল না, তা প্রতিষ্ঠিত হল। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার সংযোজন, অবশেষে সত্য উদ্ঘাটিত হল, বিজেপির মিথ্যাচারও উন্মোচিত হল। তিনি বলেন, কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির প্রোপাগান্ডা, মিথ্যাচার ফাঁস হয়ে পড়ল। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী অরুণ জেটলি ও বিজেপির দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল বিজেপি, প্রমাণিত হল।

সংযত প্রতিক্রিয়ায় দেন মনমোহন সিংহও। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রশ্রয়েই টুজি বরাদ্দে দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ তুলে তাঁকে নিশানা করেছিলেন বিরোধীরা। মনমোহন আজ পাল্টা বলেন, কোনও কিছু নিয়েই অহঙ্কার করি না। আদালতের রায়কে সম্মান করতে হবে। আমি খুশি, আদালত কোনও সংশয়ের অবকাশ না রেখে রায় দিয়েছে। ইউপিএ-র বিরুদ্ধে যে ব্যাপক প্রচার হল, তার কোনও ভিত্তিই ছিল না। রায়ই সে কথা বলছে।