পটনা: কোন চার রাস্তার মোড়ে মানুষ সাজা দেবেন, তা নিজেই ঠিক করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এভাবেই কটাক্ষ করলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। উল্লেখ্য, নোট বাতিলের পর গোয়ার একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী কালো টাকার বিরুদ্ধে যুদ্ধের জন্য তাঁকে ৫০ দিন সময় দেওয়ার জন্য মানুষের কাছে আর্জি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, নোট বাতিলের ফলে নগদের যে সমস্যা দেখা দিয়েছে তা ওই সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে। এই সময়সীমা পেরিয়ে যাওযার পর সমস্যা থেকে গেলে মানুষ যে সাজা দেবেন তা তিনি মেনে নিতে প্রস্তুত।


প্রধানমন্ত্রীর ওই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে লালু প্রসাদ বলেছেন, কালো টাকার বিরুদ্ধে যুদ্ধের নামে নোট বাতিল করে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। ৫০ দিন তো পেরিয়ে গেল। দুর্ভোগ শেষ হওয়ার কোনও লক্ষ্মণ নেই।  তাই মানুষের সাজা কোন রাস্তার মোড়ে তিনি নেবেন তা এখন নিজেই ঠিক করুন মোদী।

বিহারে দলীয় কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে আরজেডি প্রধান মোদীকে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছেন, এ তো মনে হচ্ছে মাদারির খেলা চলছে- কখনও নোটবন্দী , তো কখনও ক্যাশলেশ ইকোনমি।

লালু বলেছেন, সভা-সমাবেশে ‘মোদী, মোদী’ ধ্বনি শুনে ভ্রান্তিতে ভুগছেন প্রধানমন্ত্রী। তিনি ভাবছেন, মানুষ তাঁর এই নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করছে। আসলে সামনের আসনে বসে আরএসএস কর্মীরা এই ধ্বনি দিচ্ছেন। আর তা মোদী জনগনের মত বলে মনে করছেন মোদী।

লালু আরও দাবি করেছেন, এই মুহূর্তে দেশে ভোট হলে বিজেপির চরম বিপর্যয় হবে। তিনি আরও দাবি করেছেন, উত্তরপ্রদেশের আগামী বিধানসভা ভোটে ভরাডুবি হবে কেন্দ্রের শাসক দলের।