নয়াদিল্লি: ভোরে উঠে যোগব্যায়াম করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘদিনের অভ্যাস। যোগকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করতে তাঁর চেষ্টার কথা সকলের জানা, রাষ্ট্রপুঞ্জও স্বীকৃতি দিয়েছে বিশ্ব যোগ দিবসকে।
কিন্তু এবার সকালের সেই রুটিনই ভাঙলেন প্রধানমন্ত্রী। কাকভোরে চারপাশের মানুষ জেগে ওঠার আগেই মায়ের সঙ্গে দেখা করে এলেন তিনি। সারলেন প্রাতরাশও। এ নিয়ে তাঁর টুইট


ভাইব্র্যান্ট গুজরাত অনুষ্ঠানে যোগ দিতে আজ গুজরাতে প্রধানমন্ত্রী। তাই সহজেই সকলের নজর এড়িয়ে মায়ের কাছে যেতে পারেন তিনি।
তবে এ নিয়ে তাঁর সমালোচনায় মুখর হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। টুইটারে তাঁর অভিযোগ, তিনি মাকে তাঁর সঙ্গেই রাখেন, রোজ তাঁর আশীর্বাদ নেন। কিন্তু সে জন্য হইচই পাকান না। রাজনীতির জন্য মাকে ব্যাঙ্কের লাইনে দাঁড় করান না।


মা ও স্ত্রীকে কাছে না রাখার জন্যও প্রধানমন্ত্রীর সমালোচনা করেন তিনি।