বারাইচ (উত্তরপ্রদেশ): নোট বাতিল ইস্যুতে বিরোধীদের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কটাক্ষ, জনতার ‘প্রত্যাখ্যাত’ দলগুলি এখন সত্যিটাকে ‘চাপার’ চেষ্টা করছে।


এদিন উত্তরপ্রেদেশে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, ২০ দিন ধরে সংসদের স্বাভাবিক কাজকর্ম হতে দিচ্ছে না বিরোধীরা। নোট ইস্যুতে আমরা আলোচনার জন্য তৈরি, কিন্তু আমাদের বক্তব্য পেশ করার সুযোগ দিচ্ছে না, সেই দলগুলি, মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে।


এখানেই থেমে থাকেন নি মোদী। বিরোধীদের আক্রমণ করে তিনি যোগ করেন, ওরা (বিরোধী) সংসদের ওয়েলে নেমে বিক্ষোভ  দেখাচ্ছে, স্পিকারের দিকে কাগজ ছুঁড়ছে। ওই দলগুলি কোনওদিন সত্যের পথ অনুসরণ করেনি। কারণ তারা সত্যকে চাপা দিতে চায়। কিন্তু, মোদীর আশা, এই লড়াইয়ে তিনি জয়ী হবেন।


এদিন নেপালের তরাই অঞ্চল ঘেঁষা উত্তরপ্রদেশের বারাইচে জনসভায় যাওয়ার কথা ছিল মোদীর। কিন্তু, আবহাওয়া প্রতিকূল থাকায় বায়ুসেনার কপ্টার সেখানে অবতরণ করতে পারেনি। অবশেষে, লখনউ থেকে মোবাইল ফোনের মাধ্যমে তিনি জনসভায় বক্তব্য পেশ করেন।


আগামী বছরেই বিধানসভা নির্বাচনে যাচ্ছে উত্তরপ্রদেশ। এদিন নোট বাতিল ও নির্বাচন ইস্যুকে হাতিয়ার করে নাম না করে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টিকে আক্রমণ করেন মোদী। বলেন, নোট বাতিলের ফলে, রাজ্যের দুই দল গরিব হয়ে পড়েছে। এই ফাঁকে তিনি আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য মানুষকে আহ্বান জানান। বলেন, ক্ষমতায় এলে তিনি রাজ্যের গুন্ডারাজ খতম করবেন।