২ এপ্রিল জম্মু-কাশ্মীরে এশিয়ার দীর্ঘতম দ্বিমুখী সুরঙ্গ পথের উদ্বোধন করবেন মোদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Mar 2017 06:08 PM (IST)
নয়াদিল্লি: আগামী ২ এপ্রিল জম্মু-কাশ্মীরে এশিয়ার দীর্ঘতম দ্বিমুখী সুরঙ্গ পথের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর তৈরি হয়েছে এই সুরঙ্গ পথ। এরফলে জম্মু থেকে শ্রীনগর যেতে এখন যা সময় লাগে তার থেকে দুঘণ্টা কম সময় লাগবে। ২ হাজার ৫১৯ কোটি টাকা খরচ করে তৈরি এই সুরঙ্গপথের ভেতর বিশ্বমানের সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এছাড়া ওইধরনের পাহাড়ি এলাকায় চার বছরের মধ্যে এই সুরঙ্গপথ তৈরির কাজ সম্পূর্ণ করে নয়া রেকর্ডও তৈরি হয়েছে, জানিয়েছেন, কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গড়কড়ি। ১০.৮৯ কিমি দৈর্ঘ্যের এই সুরঙ্গপথ উধামপুর থেকে রামব্যান অবধি বিস্তিৃত। এই সুরঙ্গপথ চালু হলে প্রতিদিন প্রায় ২৭ লক্ষ টাকা করে বাঁচবে, এবং জম্মু-কাশ্মীরের মধ্যে দূরত্ব প্রায় ৪১ কিলোমিটার কমে যাবে। গড়কড়ি এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এই সুরঙ্গপথে উন্নতমানের স্ক্যানার থাকবে, যার সাহায্যে নিরাপত্তাজনিত কোনও হুমকি থাকলে, তাও আগাম জানা যাবে। এছাড়া এই সুরঙ্গপথের ভেতর থাকছে প্রযুক্তিগতভাবে উন্নতমানের ভেন্টিলেশন, কমিউনিকেশন সিস্টেম, এসওএস কল বক্স, ঘটনা সনাক্তকরণের ব্যবস্থা, পর্যাপ্ত পাওয়ার সাপ্লাই এবং আগুনের সঙ্গে লড়াইয়ের ক্ষমতা। প্রসঙ্গত, বিশ্বের খুব কম সুরঙ্গ পথেই এমন অভিনব সুবিধা রয়েছে। সেই তালিকায় স্থান করে নিল জম্মু-কাশ্মীরের এই দ্বিমুখী সুরঙ্গপথ। এছাড়া সুরঙ্গের ভেতর ট্র্যাফিক নিয়ন্ত্রণ হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ভাবে। ১২০০ মিটার উচ্চতায় অবস্থিত এই সুরঙ্গপথ। এই টানেল চালু হয়ে গেলে বরফ পড়ে এক নম্বর এ জাতীয় সড়ক যে বন্ধ হয়ে যায়, সেই সমস্যাও অনেক কমে যাবে। কারণ, এখান দিয়েই তখন যান চলাচল করতে পারবে।