নয়াদিল্লি: এবার সবকটি রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্ভবত এই প্রথম এ ধরনের বৈঠক করতে চলেছেন তিনি। জানা গিয়েছে, সবকটি রাজ্যে সব ধরনের উন্নয়নের কাজ ত্বরাণ্বিত করতে তাঁর এই বৈঠক।

আগামীকাল দিল্লিতে মুখ্য সচিব, অর্থ সচিব ও যোজনা সচিবদের জাতীয় কনফারেন্স। প্রধানমন্ত্রী এই বৈঠকে যোগ দিয়ে নানা বিষয়ে তাঁদের রাজ্যের অবস্থানের কথা জানবেন। এর ফলে রাজ্যগুলির মধ্যে সংযোগ যেমন বাড়বে, তেমনই নানা আঞ্চলিক অসাম্য ও প্রভেদ দূর করা যাবে বলে আশা করা হচ্ছে।

নীতি আয়োগ সদস্য বিবেক দেবরায় এই বৈঠকে রাজ্যগুলির আর্থিক অবস্থা নিয়ে একটি প্রেজেন্টেশন দেবেন। রাজ্যগুলির কাজকর্মের গতি বাড়ানোর ব্যাপারে বক্তৃতাও দেবেন তিনি। এছাড়া আলোচনা হবে ক্যাশলেস অর্থনীতি, বাণিজ্যের পথ সুগম করা, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষা নিয়ে। কথা হবে অলিম্পিক পদকের লক্ষ্যে রাজ্যগুলির পদক্ষেপ নিয়েও।

রাজ্যগুলি জানাবে তারা কোন কোন বিষয়ে লক্ষ্যণীয় উন্নতি করেছে, কোন সমস্যা সমাধান করেছে কীভাবে।