নয়াদিল্লি: নোট বাতিলের পর উদ্ভূত পরিস্থিতিতে দেশের অর্থনীতির হাল খতিয়ে দেখতে আগামীকাল নীতি আয়োগে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী। গত ৮ নেভেম্বর পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছে কেন্দ্র। কিন্তু তার বদলে যথেষ্ট সংখ্যায় নতুন নোট বাজারে ছাড়া হয়নি, ফলে নগদের অভাব চলছে বলে অভিযোগে সরগরম দেশ। এই প্রেক্ষাপটেই এই বৈঠক হচ্ছে।
জনৈক সরকারি আমলা বলেছেন, আগামীকালের আলোচনার থিম হল, 'আর্থিক নীতির সংস্কার, সামনের রাস্তা'। শুরুতে বলবেন প্রধানমন্ত্রী। তারপর ১৫ জন আমন্ত্রিত বিশেষজ্ঞ তাঁর সামনে নিজেদের মতামত প্রকাশ করবেন।
প্রসঙ্গত, চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি মার খেতে পারে বলে আশঙ্কা নানা মহলের। এ মাসের গোড়ায় খোদ রিজার্ভ ব্যাঙ্ক তাদের আর্থিক পলিসি রিভিউ করে আর্থিক বৃদ্ধির সম্ভাব্য হার ৭.৬ থেকে কমিয়ে ৭.১ শতাংশ দাঁড়াতে পারে বলে জানিয়েছে। আর্থিক কার্যকলাপের ওপর নগদের ঘাটতির প্রভাবে চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির সম্ভাব্য হার আগের নির্ধারিত ৭.৪ থেকে ৭ শতাংশে নামিয়ে এনেছে এশিয় উন্নয়ন ব্যাঙ্ক (এডিবি)-ও।
নোট বাতিলের ধাক্কা লাগবে অর্থনীতিতে, চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ২ শতাংশ পয়েন্ট কমে যাবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন যোজনা কমিশনের প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়া সহ বেশ কয়েকজন অর্থনীতিবিদও।
প্রসঙ্গত, ২০১৬-১৭ বর্ষে প্রথম ও দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতির সম্প্রসারণ হয়েছে যথাক্রমে ৭.১ ও ৭.৩ শতাংশ।
লাকি গ্রাহক যোজনা ও ডিজিটাল ব্যাপার যোজনার মতো যেসব উদ্যোগ নীতি আয়োগ ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে নিয়েছে, সেগুলি কী অবস্থায় রয়েছে, বৈঠকে মোদী তাও খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন ওই সরকারি কর্তা।