আমদাবাদ: আগামীকাল গুজরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ মাসে এ নিয়ে তাঁর তৃতীয় গুজরাত সফর। ভাবনগর ও ভডোদরা জেলায় বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।


সামনেই গুজরাত বিধানসভা ভোট। তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না বিজয় রূপানি সরকার। বিজেপির তারকা প্রচারক ও প্রধান আকর্ষণ নরেন্দ্র মোদীকে বারবার আমন্ত্রণ করছে তারা। মোদী কাল প্রথমে ৬১৫ কোটি টাকার ভাবনগরের ঘোঘা ও ভারুচের দহেজের মধ্যে ফেরি পরিষেবার প্রথম পর্বের উদ্বোধন করবেন। এর ফলে স্থলপথে এই দুই শহরের ৩১০ কিলোমিটার দূরত্ব জলপথে কমে দাঁড়াবে মাত্র ৩০ কিলোমিটার। এই ফেরি পরিষেবাকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তাঁর স্বপ্নের প্রকল্প বলে ব্যাখ্যা করেছেন।

ঘোঘায় বক্তৃতা দেওয়ার পর প্রধানমন্ত্রী সদ্য উদ্বোধন হওয়া ফেরি পরিষেবা ব্যবহার করে চলে যাবেন দহেজে। সেখান থেকে রওনা দেবেন ভডোদরার দিকে। সেখানে ১,১৪০ কোটি টাকা মূল্যের ৮টি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

ভডোদরা পুর কমিশনার জানিয়েছেন, স্থানীয় বাডামাডি গার্ডেনে ১০০ কোটি টাকার একটি সিটি কম্যান্ড ও কন্ট্রোল সেন্টার জনগণের উদ্দেশে খুলে দেওয়া হবে। এছাড়া হবে ১২৫ কোটি টাকার জনমহল সিটি ট্রান্সপোর্ট হাব ও মাল্টি লেভেল পার্কিং। থাকছে একটি ১৬০ কোটি টাকা মূল্যের মাল্টি মডেল সিটি ট্রান্সপোর্ট হাব ও ২৬৭ কোটি টাকার ওয়েস্ট টু এনার্জি প্রসেসিং প্ল্যান্ট।

পাশাপাশি একটি ১৬৬ কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও ২৬৫ টাকা মূল্যের দুটি উড়ালপুলের উদ্বোধন করবেন তিনি। তালিকায় রয়েছে ৫৫ কোটি মূল্যের ডিয়ার সাফারি পার্ক ও ৬ কোটি টাকার পশু হাসপাতাল।

২০১৪-র লোকসভা ভোটে মোদী ভডোদরা থেকে দাঁড়িয়েছিলেন। এখান থেকে রেকর্ড ভোটে জিতেছিলেন তিনি।