নয়াদিল্লি: কর্নাটকে যেদিন ভোট চলছে, সেদিনই নেপাল সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেখানকার মুক্তিনাথ মন্দির দর্শন নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। হিন্দু, বৌদ্ধ, দুই ধর্মের মানুষের কাছেই পবিত্র ধর্মস্থানে মোদীর প্রার্থনার পিছনে রাজনীতি দেখছে তারা। বাগমতী নদীর তীরে পশুপতি মন্দিরেও পুজো দিয়েছেন মোদী। সবচেয়ে পুরানো, ঐতিহ্যশালী শৈব মন্দিরে প্রধানমন্ত্রী যাওয়ার পর কংগ্রেসের দাবি, তিনি কর্নাটকের ভোটারদের এহেন সফরের মাধ্যমে বার্তা দিয়ে তাঁদের প্রভাবিত করার চেষ্টা করছেন।


কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা অশোক গেহলতের বক্তব্য, কর্নাটকের ভোটগ্রহণের দিনই নেপাল সফরের  সূচি ফেলে কর্নাটকের হিন্দুদের তিনি বার্তা দিতে চাইলেন। কর্নাটকের ভোটের সময় মোদীর নেপালে মন্দির সফরের ছবি দেশের মিডিয়ায় দেখিয়ে নির্বাচনী বিধি লঙ্ঘন করা হয়েছে বলেও তাঁর অভিযোগ।  তিনি বলেন, গণতন্ত্রে এটা সুস্থ প্রথা নয়। গুজরাতেও ভোট দিয়ে তিনি রোড শো করেছিলেন। আজ নিলেন নতুন পন্থা। কর্নাটকে ভোটের জন্য পুজো দিতে পারেননি, তাই  ভোটগ্রহণের দিনই নেপালে গিয়ে সেখানে মন্দির দর্শন করলেন, ভোটারদের বোঝাতে চাইলেন, তিনি কতটা সাচ্চা হিন্দু, ধার্মিক।

এআইসিসি-র সাধারণ সম্পাদক বলেন, কেউ ওনাকে প্রশ্ন করলে বলা হবে, বিজেপি, আরএসএসের লোকজন, উনি আর অমিত শাহ বাদে আর কেউই হিন্দু নয়।

যদিও বিদেশসচিবের দাবি, অনেক আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিল, প্রধানমন্ত্রী এই সময়েই নেপাল যাবেন, এর সঙ্গে কর্নাটকের ভোটের কোনও সম্পর্ক নেই।