প্রসঙ্গত, ১১ জুন থেকে কেজরীবাল ও দিল্লির আপ সরকারের কয়েকজন মন্ত্রী লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজলের অফিসে ধরনায় বসেছেন। আবার আমলারা নিরাপত্তার দাবিতে ধর্মঘট করছেন বলে অভিযোগ। যদিও দিল্লি আইএএস অ্যাসোসিয়েশন ধর্মঘটের অভিযোগ উড়িয়ে বলেছে, দিল্লি সরকার য্নে রাজনৈতিক ফায়দা তুলতে প্রশাসনের অফিসারদের ব্যবহার না করে। দিল্লিতে 'নৈরাজ্য', 'মুখ ঘুরিয়ে রেখেছেন' মোদী, ট্যুইটে কটাক্ষ রাহুলের
Web Desk, ABP Ananda | 18 Jun 2018 07:12 PM (IST)
নয়াদিল্লি: দিল্লিতে নৈরাজ্য চলছে। কিন্তু ফিরেও তাকাচ্ছেন না নরেন্দ্র মোদী। ভোগান্তি হচ্ছে নাগরিকদের। অভিযোগ রাহুল গাঁধীর। ট্যুইট করে এভাবেই প্রধানমন্ত্রীকে নিশানা করলেন কংগ্রেস সভাপতি। তিনি লিখেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী লেফটেন্যান্ট গভর্নরের অফিসে ধরনা দিচ্ছেন। বিজেপি আবার মুখ্যমন্ত্রীর বাসভবনে অবস্থানে বসেছে। দিল্লির আমলারা সাংবাদিক বৈঠক করছেন। প্রধানমন্ত্রী এই নৈরাজ্য থেকে মুখ ঘুরিয়ে রয়েছেন, কার্যত বিশৃঙ্খলা, অচলাবস্থায় মদত দিচ্ছেন। এই নাটক চলছেই, ফল ভুগতে হচ্ছে দিল্লির মানুষকে।