ট্যুইটে শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, মাননীয় সুপ্র্রিম কোর্টের তিন তালাক সংক্রান্ত রায়টি ঐতিহাসিক। এই রায়ে মুসলিম মহিলাদের সমতা দেওয়া হল, মহিলাদের ক্ষমতাশালী করে তোলার ক্ষেত্রেও শক্তিশালী ভূমিকা থাকবে তার। তিন তালাক: সুপ্রিম কোর্টের রায় ঐতিহাসিক বলে স্বাগত প্রধানমন্ত্রীর
Web Desk, ABP Ananda | 22 Aug 2017 02:40 PM (IST)
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে ঐতিহাসিক আখ্যা দিলেন। এই রায় মহিলাদের ক্ষমতায়নে এক শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে বলে অভিমত জানিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ আজ সংখ্যাগরিষ্ঠের রায়ে তিন তালাকের মাধ্যমে ডিভোর্স দেওয়ার রীতিকে অবৈধ, অসাংবিধানিক, অচল বলে জানিয়েছে।