নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯১ তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রবীণ বিজেপি নেতার আদর্শ, সুদক্ষ নেতৃত্বের প্রশংসা করেন মোদী। বাজপেয়ীর সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করেছেন তিনি।




মোদী বলেন, অটলজির নেতৃত্বদান, তাঁর কাজ ভারতের উন্নয়নের যাত্রাপথে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। বাজপেয়ীর পুরোনো একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন তিনি।


উল্লেখ্য, আজ স্বাধীনতা সংগ্রামী তথা শিক্ষাবিদ মদন মোহন মালব্যরও জন্মদিন। জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির উদ্দেশ্যেও শ্রদ্ধা জানিয়েছেন মোদী।