কলকাতা ও মুম্বই: কালো টাকা সাদা করার অন্যতম মাথা তথা কলকাতার ব্যবসায়ী পারশমল লোঢা এবার ইডির জালে। বিদেশে পালানোর সময় মুম্বই বিমানবন্দরে পাকড়াও। ধৃতের সঙ্গে দাউদ-যোগ আছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
প্রায় ২৫ কোটি কালো টাকাকে সাদা করার অভিযোগে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী পারশমল লোঢা। সম্প্রতি, কর্ণাটকের খনি মাফিয়া শেখর রেড্ডি এবং দিল্লির এক আইনজীবী রোহিত টন্ডনের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি। এর মধ্যে শেখর রেড্ডিকে বুধবার গ্রেফতার করে সিবিআই।
শেখর রেড্ডি এবং রোহিত টন্ডনকে জেরা করে ইডি জানতে পারে, দেশ জুড়ে যে কালো টাকার একটা বড় চক্র কাজ করছে, তার অন্যতম মাথা হলেন কলকাতার ব্যবসায়ী পারশমল লোঢা।
তদন্তকারীদের জানান, কলকাতা থেকে পালিয়ে প্রথমে দিল্লি, তারপর সেখান থেকে মুম্বই পৌঁছন লোঢা। কিন্তু, মুম্বই বিমানবন্দরেই কলকাতার ব্যবসায়ীকে প্রথমে আটক করে ইডি। তারপর বৃহস্পতিবার গ্রেফতার। সূত্রের খবর, রিয়েল এস্টেট, খনি, রেস্তোরাঁ থেকে শুরু করে কনসালটেন্সি, ফিনান্স সংক্রান্ত বেশ কয়েকটি সংস্থার মালিক পারশমল লোঢা। সাতটি সংস্থার তিনি ডিরেক্টর।
ইডি সূত্রে দাবি, কলকাতার এই ব্যবসায়ীর সঙ্গে একসময় দাউদ ইব্রাহিমেরও সম্পর্ক ছিল বলে জানা যাচ্ছে। অভিযোগ, ১৯৯১ সালে, দাউদকে দিয়ে তিনি একটি সংস্থার চেয়ারম্যানকে ধমকেছিলেন। তারপর জোর করে ওই সংস্থার প্রচুর শেয়ার কিনে নিয়েছিলেন।
সূত্রের খবর, এই দাউদ-যোগের বিষয়টিও খতিয়ে দেখছে ইডি। পাশাপাশি, কলকাতার এই ব্যবসায়ী কার কার কালো টাকা সাদা করেছেন, তাও জানার চেষ্টা হচ্ছে। এদিন তাঁকে আদালতে পেশ করা হলে, তাঁকে সাতদিনের জন্য ইডি হেফাজতে পাঠিয়ে দেন বিচারক।