নয়াদিল্লি: অর্থপাচারের মামলায় আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের মেয়ে মিসা ভারতী ও তাঁর স্বামী শৈলেশ কুমারের জামিন মঞ্জুর করল বিশেষ আদালত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আইনজীবী জামিনের আবেদনের বিরোধিতা করেন। তবে ইডি এখনও পর্যন্ত মিসা ও শৈলেশকে নিজেদের হেফাজতে না নেওয়ায় তাঁদের জামিন মঞ্জুর করেন বিশেষ আদালতের বিচারপতি অরবিন্দ কুমার। তিনি জানান, মিসা ও তাঁর স্বামীকে দু’লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং দু’জনেরই সমপরিমাণ অর্থের জামিনদার রাখতে হবে। তাঁরা আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না।
গত বছরের ২৩ ডিসেম্বর লালুপ্রসাদের মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে অর্থপাচারের মামলার চূড়ান্ত রিপোর্ট দেয় ইডি। দিল্লিতে এই দম্পতির একটি খামারবাড়ি ক্রোক করা হয়। আজ আদালতে ইডি-র আইনজীবী অতুল ত্রিপাঠি বলেন, ‘এটি অত্যন্ত গুরুতর মামলা। এই ধরনের পদে থাকা লোকজন দেশবিরোধী কাজ করছেন। তাই জামিন মঞ্জুর করা উচিত নয়।’ এই সওয়াল শুনে বিচারক বলেন, ‘আপনারা এতদিন যখন এই মামলায় অভিযুক্তদের হেফাজতে নেননি, তখন এখন কেন সেটা চাইছেন?’ এর কোনও সদুত্তর দিতে পারেননি ইডি-র আইনজীবী। এরপরেই জামিন মঞ্জুর করেন বিচারক।
অর্থপাচারের মামলায় লালুপ্রসাদের মেয়ে মিসা ভারতী ও তাঁর স্বামীর জামিন মঞ্জুর
Web Desk, ABP Ananda
Updated at:
05 Mar 2018 02:42 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -