রিলায়েন্স জিও-র বিজ্ঞাপনে মোদীর ছবি: অনুমতি দেয়নি পিএমও, জানালেন রাঠোর

Continues below advertisement

নয়াদিল্লি: সংবাদপত্র, অডিও ভিস্যুয়াল মাধ্যমে রিলায়েন্স জিও-র বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করার কোনও অনুমতি দেয়নি প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। রাজ্যসভায় সমাজবাদী পার্টির সদস্য নীরজ শেখরের প্রশ্নের লিখিত জবাবে  এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর।  তিনি বলেছেন, রিলায়েন্স জিওয়ের প্রচার, বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের বিষয়ে সরকার অবহিত,  কিন্তু এজন্য তাদের কোনও অনুমতি দেয়নি পিএমও।

Continues below advertisement

modi-jio-ad

তিনি এও জানান, মন্ত্রকের মিডিয়া শাখা ডিরেক্টরেট অ্যান্ড ভিস্যুয়াল পাবলিসিটি (ডিএভিপি) সংবাদমাধ্যমের কাছে সরকারের নীতি, কর্মসূচি সংক্রান্ত বিজ্ঞাপন রিলিজ করার মূল এজেন্সি হিসাবে কাজ করে। তবে তারা শুধুমাত্র সরকারি বিজ্ঞাপনই রিলিজ করে, কোনও বেসরকারি সংস্থার বিজ্ঞাপন তারা প্রকাশ করে না। সমাজবাদী পার্টির ওই সাংসদ জানতে চেয়েছিলেন, আগে থেকে প্রধানমন্ত্রীর ছবি বিজ্ঞাপনে দেওয়ার অনুমতি না নেওয়া হয়ে থাকলে জিও-র বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাঠোর জানান, এ ক্ষেত্রে কেন্দ্রীয় উপভোক্তাি বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রক জাতীয় প্রতীক ও নাম (অপব্যবহার রোধ) আইন, ১৯৫০ প্রয়োাগ করে থাকে।

 
Continues below advertisement
Sponsored Links by Taboola