রামেশ্বরম:  দাদার উচ্ছসিত প্রশংসায় সরব ভাই। দাদা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাদার সম্পর্কে বলতে গিয়ে ভাই প্রহ্লাদ মোদী মন্তব্য করেছেন, নরেন্দ্রর বেড়ে চলা জনপ্রিয়তার জন্যে বিজেপি সম্প্রতি গুজরাত ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন অনায়সে জিতে গিয়েছে। এবার সারা দেশ জয় করবে বিজেপি। দেশের প্রতিটি রাজ্য থাকবে বিজেপির শাসনে, দাবি প্রহ্লাদ মোদীর। শুধু তাই নয় তিনি আরও বলেন কেন্দ্র প্রদত্ত জিএসটি ও নোট বাতিলকে হাতিয়ার করে নির্বাচনী ময়দানে নামলেও, সেভাবে মাটির তলায় শক্ত জমি পায়নি বিরোধীরা। প্রসঙ্গত, তাঁরা পুরোটাই মিথ্যের ওপর ভিত্তি করে এগিয়েছে। তাই তাদের প্রচারে সাড়া দেয়নি আমজনতা। তামিলনাড়ু সফরে গিয়ে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ভাই।