নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের জন্য চার্টার্ড ফ্লাইট সংক্রান্ত রেকর্ড প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-র নির্দেশ অনুাযায়ী নিরাপত্তা সংক্রান্ত কারণে তথ্যের অধিকার (আরটিআই) আইনের আওতায় দেওয়া সম্ভব নয়। রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়ার পক্ষে থেকে আরটিআই-র আওতায় এক আবেদনকারীর প্রশ্নের জবাবে এ কথা জানানো হয়েছে।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি আরটিআই আবেদনটি করেছিলেন কমোডোর (অবসরপ্রাপ্ত) লোকেশ বাত্রা। তিনি এয়ার ইন্ডিয়ার কাছ থেকে ২০১৬-র নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য চার্টার্ড ফ্লাইটগুলির ইনভয়েস তোলার তারিখ এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও বিদেশ মন্ত্রকের কাছে এই বিলগুলি পাঠানোর তারিখ সম্পর্কে জানতে চেয়েছিলেন।
বাত্রা জানিয়েছেন, তিনি সেন্ট্রাল পাবলিক ইনফর্মেশন অফিসার (সিপিআইও)-র কাছ থেকে জবাব পেয়েছেন। জবাবে সিপিআইও জানিয়েছে যে, তাঁর চাওয়া তথ্য দেওয়া যাবে না। সিপিআইও এ ব্যাপারে পিএমও থেকে এয়ার ইন্ডিয়ার কাছে পাঠানো একটি ই-মেল বার্তাও বাত্রাকে দিয়েছে।
২০১৬-র ২৬ ডিসেম্বর তারিখের এয়ার ইন্ডিয়ার এক আধিকারিকের কাছে পাঠানো পিএমও-র ওই ইমেলে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ফ্লাইট সংক্রান্ত রেকর্ডে এমন কিছু বিষয় রয়েছে, যাতে নিরাপত্তার সংক্রান্ত বিষয় থাকতে পারে। তাই আরটিআই-র সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, ওই তথ্য ব্যতিক্রম হিসেবে গন্য।
২০১৬-তে ওই ই-মেল পিএমও-র পক্ষ থেকে পাঠানো হয়েছিল কেন, তা স্পষ্ট নয়।
নিরাপত্তার কারণে আরটিআই-এর আওতায় প্রধানমন্ত্রীর বিদেশ সফরে ফ্লাইট সংক্রান্ত তথ্য প্রকাশ নয়, জানাল এয়ার ইন্ডিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Mar 2018 03:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -