নয়াদিল্লি: পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বাড়ছে তাপপ্রবাহ ও খরার মতো প্রাকৃতিক বিপর্যয়। তাই বনভুমি রক্ষা ও বৃষ্টির জল সংরক্ষণের জন্য গণ আন্দোলন গড়ে তোলার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার রেডিওয় ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বনাঞ্চল রক্ষা করা এবং জল সংরক্ষণ সকলের দায়িত্ব। আমি আপনাদের আহ্বান করছি, এই বর্ষায় বৃষ্টির জলের প্রতিটা ফোঁটা সংরক্ষণ করুন।
গত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন প্রান্তে তাপপ্রবাহ চলছে। গরমে বিশ্বওয়াড়ি টক্করে প্রথম দশে নাম তুলে ফেলেছে রাজস্তানের পালোডি। গত বৃহস্পতিবার সেখানকার তাপমাত্রা পারদ ৫১ ডিগ্রি ছুঁয়েছিল। খরার কবলে পড়েছে মহারাষ্ট্রে লাতুর সহ দেশের বিস্তীর্ণ অঞ্চল।
রেডিওয় ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, গাছ কেটে, বনভূমি নষ্ট করে মানুষ পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এবং মানব সভ্যতা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অবিলম্বে এটা বন্ধ করা উচিত।
পরিবেশ রক্ষার পাশাপাশি ,‘মন কি বাত’ অনুষ্ঠানে শরীর সুস্থ রাখার জন্য দেশবাসীকে যোগব্যায়ামের পরামর্শও দেন প্রধানমন্ত্রী।
মন কি বাত: বৃষ্টির জল সংরক্ষণ করুন, আহ্বান মোদীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 May 2016 03:26 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -