মুম্বই: ১২,৭০০ কোটি টাকা পিএনবি প্রতারণা মামলায় হিরে ব্যবসায়ী নীরব মোদী ও মেহুল চোকসির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল বিশেষ আদালত।
আর্থিক তছরুপ আইনের অধীনে গঠিত মুম্বইয়ের এই বিশেষ আদালত এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদনের ভিত্তিতে ওই গ্রেফতারি পরোয়ানা জারি করে।
গতমাসে পিএনবি প্রতারণা কাণ্ডে নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসির বিরুদ্ধে মামলা দায়ের করে ইডি। তারপর, দুই অভিযুক্তকে হাজিরার সমন জারি করা হলেও, কেউ-ই তাতে সাড়া দেননি।
জানা যায়, মামলা দায়ের হওয়ার আগেই বিদেশে পাড়ি দিয়েছেন নীরব মোদী ও চোকসি। যার জেরে দুজনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য আদালতের দ্বারস্থ হয় ইডি।