মুম্বই: সাড়ে ১২ হাজার কোটি টাকার পিএনবি-প্রতারণাকাণ্ডে প্রথম চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাতে নাম রয়েছে অন্যতম অভিযুক্ত নীরব মোদী ও তাঁর সহযোগীদের।
বৃহস্পতিবার, ইডি-র তরফে জানানো হয়েছে, প্রায় ১২ হাজার পাতার ওই চার্জশিট বিশেষ আদালতে দাখিল করা হয়েছে। তাতে অভিযুক্তদের বিরুদ্ধে আর্থিক তছরুপ রোধ আইন (পিএমএলএ) সহ বিভিন্ন ফৌজদারি ধারা আরোপ করা হয়েছে।
ইডি-র এক আধিকারিক জানান, প্রথম চার্জশিটে নীরব মোদী, তাঁর মালিকানাধীন একাধিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক সহযোগীদের অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) সেই সকল আধিকারিক যাঁরা নীরবের সংস্থাকে ভুয়ো লেটার অফ আন্ডারটেকিং (এলওইউ) জারি করেছিল, তাঁদের নামও প্রথম চার্জশিটে রয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শীঘ্রই এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হবে। তাতে নীরবের মামা মেহুল চোকসিও তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির নাম থাকবে। ইডি জানিয়েছে, পিএনবি-কাণ্ডে তারা প্রথম এফআইআর দাখিল করে গত ১৪ ফেব্রুয়ারি। সেই থেকে নীরব মোদীর যত সম্পত্তি ক্রোক করা হয়েছে, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রথম চার্জশিটে।
এর আগে, চলতি মাসের গোড়ায় এই মামলায় দুটি চার্জশিট দাখিল করে সিবিআই-ও। ইডি-র এক আধিকারিক জানান, এই মামলায় একাধিকবার সমন জারি হলেও, নীরব মোদী তদন্তে যোগ দেননি। উল্টে মামলা দায়ের হওয়ার সময় থেকেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। একইভাবে, বিদেশে পাড়ি দেন নীরবের মামা মেহুল চোকসিও।