পিএনবি জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, দাবি গড়করির
Web Desk, ABP Ananda | 23 Feb 2018 07:45 PM (IST)
মুম্বই: এনডিএ সরকার কোনওদিনই জালিয়াতদের আশ্রয় দেয়নি। পিএনবি জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে। এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি। মুম্বইয়ে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমাদের সরকার দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের সরকার কোনওদিনই জালিয়াতিতে যুক্ত ব্যক্তিদের রক্ষা করেনি। পিএনবি জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ পিএনবি জালিয়াতি নিয়ে দেশজুড়ে আলোচনা, বিতর্ক চললেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে এখনও মুখ খোলেননি। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে গড়করি বলেছেন, ‘যাঁরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য জানতে চাইছেন, তাঁদের এই প্রশ্ন করার আগে চিন্তা করা উচিত। কে এই দুর্নীতির জন্য দায়ী, সেটা জানা উচিত।’ কেন্দ্রের একাধিক মন্ত্রকের দায়িত্বে থাকা গড়করিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে জল্পনা চলছে। তবে তিনি বলেছেন, দিল্লি ছেড়ে নিজের রাজ্যে ফেরার ইচ্ছা নেই। দিল্লিতে অনেক কাজ করার আছে।