নয়াদিল্লি: ১১,৪০০ কোটি টাকার জালিয়াতির রাস্তা সুগম করতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এক আধিকারিককে সোনা ও হিরের গয়না ঘুষ দেন কোটিপতি রত্ন ব্যবসায়ী নীরব মোদী। সিবিআই আদালতে জানিয়েছে এ কথা।
একাধিক জাল লেটার্স অফ আন্ডারটেকিংস বার করে পিএনবির বেশ কয়েকজন আধিকারিক নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসিকে কয়েকটি ভারতীয় ব্যাঙ্কের বিদেশি শাখা থেকে কোটি কোটি টাকা ঋণ পাইয়ে দেন বলে অভিযোগ। এই মামলায় ১৪জনকে এখনও গ্রেফতার করা হয়েছে। গতকাল সিবিআই প্রথমবার আদালতে জানিয়েছে, অন্তত একজন পিএনবি আধিকারিককে নীরব মোদী ঘুষ দিয়েছিলেন।
ওই আধিকারিকের নাম যশবন্ত জোশী। মুম্বইয়ে পিএনবির যে শাখায় মূল কেলেঙ্কারিটি হয়েছে, তার ফোরেক্স বিভাগের ম্যানেজার ছিলেন তিনি। তিনি স্বীকার করেছেন, ৬০ গ্রাম ওজনের দুটি সোনার মুদ্রা ও এক জোড়া সোনা ও হিরের দুল তিনি নীরবের কাছ থেকে নিয়েছেন। তাঁর বাড়ি থেকে সে সব উদ্ধারও করা হয়েছে। এছাড়া জাল লেটার্স অফ আন্ডারটেকিংস ইস্যু করার জন্য অভিযুক্ত শিল্পপতির কাছ থেকে নানা সুযোগ সুবিধে পেয়েছেন তিনি।
যশবন্ত জোশী সহ ৫ পিএনবি আধিকারিককে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
এই ঘটনায় নীরব ও মেহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মুম্বইয়ের আর একটি আদালত।
নীরব মোদী কোথায় আছেন এখনও পরিষ্কার নয়। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মনে করছে, সম্ভবত হংকংয়ে আছেন তিনি।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এক কর্মীকে সোনা, হিরের গয়না ঘুষ দেন নীরব মোদী, জানাল সিবিআই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Mar 2018 11:39 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -