নয়াদিল্লি: গোকুলনাথ শেট্টির পর এবার (পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক) পিএনবি কেলেঙ্কারিতে সিবিআইয়ের হাতে গ্রেফতার ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার পদমর্যাদার এক আধিকারিক। সিবিআই সূত্রে খবর, একসময় মুম্বইয়ের ব্র্যাডি হাউস শাখার দায়িত্বে ছিলেন রাজেশ জিন্দল। ২০০৯ থেকে ২০১১, তাঁর আমলেই নীরব মোদীর সংস্থাকে লেটার অফ আন্ডারটেকিং দেওয়া শুরু হয়। বর্তমানে রাজেশ জিন্দল নতুন দিল্লিতে পিএনবি-র সদর দফতরে জিএম ক্রেডিট পদে কর্মরত ছিলেন। গতকাল রাতেই তাঁকে হেফাজতে নিয়েছে সিবিআই।
অভিযোগ, নীরব ও মেহুল চোকসির সংস্থাকে জালিয়াতির মাধ্যমে ১১,৪০০ কোটি টাকার লেটার অফ ক্রেডিট দেওয়া হয়েছিল।
পাশাপাশি, পিএনবি জালিয়াতির মামলায় গতকালই নীরব মোদির সংস্থার প্রেসিডেন্ট ফিনান্স বিপুল অম্বানীকে গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতার করা হয়েছে নীরব এবং তাঁর মামা মেহুল চোকসির সংস্থার আরও চার আধিকারিককেও।
এই মামলায় সবার প্রথমে গ্রেফতার করা হয় ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি ম্যানেজার গোকুলনাথ শেট্টিকে।