নয়াদিল্লি: পিএনবিকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও ৫। ধৃতদের মধ্যে রয়েছেন মুকেশ ও অনিল অম্বানির খুড়তুতো ভাই বিপুল অম্বানিও।


পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সাড়ে ১১ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে শিল্পপতি নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসির বিরুদ্ধে। দু’জনেই এখন পালিয়ে বিদেশে।


এদিকে, এই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার সিবিআই গ্রেফতার করল নীরব মোদীর সংস্থা ফায়ারস্টার ইন্টারন্যাশনাল ডায়মন্ডস গ্রুপের ফিনান্স বিভাগের প্রেসিডেন্ট বিপুল অম্বানিকে। যিনি আবার মুকেশ এবং অনিল অম্বানির খুড়তুতো ভাই। প্রসঙ্গত, মুকেশ-অনিল অম্বানির কাকা নাটুভাই অম্বানির ছেলে বিপুল অম্বানি।


এছাড়া এদিন গ্রেফতার হয়েছেন নীরব মোদীর সংস্থার সিনিয়র এগজিকিউটিভ অর্জুন পাটিল, এবং এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কবিতা মানকিকর, যার সংস্থার হয়ে সই করার অধিকার ছিল।


পাশাপাশি গ্রেফতার করা হয়েছে নীরব মোদীর মামা মেহুল চোকসির সংস্থা নক্ষত্র ও গীতাঞ্জলি গ্রুপের সিএফও কপিল খান্ডেলওয়াল এবং গীতাঞ্জলি গ্রুপের ম্যানেজার নীতেন শাহিকেও।


সূত্রের খবর, তিন বছর আগে বিপুল ফায়ারস্টারে যোগ দেন। তার আগে, তিনি একটি ইনভেস্টমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। জানা গিয়েছে, যোগ দেওয়া ইস্তক বিপুল এই পদে রয়েছেন। ফলে তদন্তকারীদের দাবি, নীবর মোদীর সংস্থার সমস্ত আর্থিক লেনদেন সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন বিপুল।


সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদে করে সিবিআই। একদিন পর তাঁকে গ্রেফতার করা হল।