কোয়েম্বাটুর: সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে তাঁকে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'খতম করার' কথা বলতে শোনা গিয়েছে, এই অভিযোগে ১৯৯৮ এর সিরিয়াল বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেল খেটে বেরনো একজনকে গ্রেফতার করল কোয়েম্বাটুর পুলিশ। ধৃত ব্যক্তি কারাবাসের মেয়াদ পূর্ণ হওয়ার পর এখন কুনিইয়ামুথুর এলাকায় থাকেন। পুলিশ জানিয়েছে, এক পরিবহণ কন্ট্র্যাক্টরের সঙ্গে তাঁর টেলিফোনে ৮ মিনিটের কথাবার্তার ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মূলত গাড়ি সংক্রান্ত টাকাপয়সার লেনদেন নিয়েই আলোচনা হচ্ছিল দুজনের। আচমকা বিস্ফোরণ মামলায় দোষী ঘোষিত লোকটিকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী মোদীকে খতম করতে হবে। ১৯৯৮ সালে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর শহরে সফরের সময় বোমা রেখেছিলাম আমরাই। লোকটিকে এও বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে অনেক মামলা রুজু হয়েছে। শতাধিক গাড়ির ক্ষতি করেছি আমি। এহেন মন্তব্যের জেরে লোকটিকে গ্রেফতার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পুলিশ, পাশাপাশি এও বলেছে, দুজনের কথোপকথন পরীক্ষা করে দেখতে, তাদের পরিচয় সম্পর্কে পাকাপাকি নিশ্চিত হতে বিশেষ টিম গঠন করা হয়েছে, যারা ওই ভিডিও খতিয়ে দেখবে। ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (আই) (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় অভিযুক্ত করা হয়েছে তাঁকে। যদিও মহম্মদ রফিক নামে ওই ব্যক্তিকে জেরা করে পুলিশের প্রাথমিক ধারণা হয়েছে যে, সম্ভবত, ফোনের ওপ্রান্তের লোকটিকে ভয় দেখানোই তাঁর উদ্দেশ্য ছিল, প্রধানমন্ত্রীর ব্যাপারে কোনও কুঅভিসন্ধি ছিল না। প্রসঙ্গত, ১৯৯৮ এর ফেব্রুয়ারি মাসে কোয়েম্বাটুরে সিরিয়াল বিস্ফোরণে ৫৮ জন প্রাণ হারায়, কয়েক কোটি টাকার সম্পত্তিও নষ্ট হয়।