কাঞ্চীপুরম (তামিলনাড়ু): সুপ্রিম কোর্টের রায়ে জেলে যেতে হচ্ছে। ভি কে শশীকলার বিরুদ্ধে এবার অপহরণের অভিযোগ উঠল। ও পনীরসেলভমের সঙ্গে লড়াইয়ে নেমে সমর্থন ধরে রাখতে বিধায়কদের এখানকার এক রিসর্টে জোর করে আটকে রেখেছিলেন শশীকলা, কুভাথুর থানায় এমনই অভিযোগ দায়ের করেছেন মাদুরাই (দক্ষিণ) কেন্দ্রের বিধায়ক এস এস সারাভানন। তার ভিত্তিতে এআইএডিএমকে সাধারণ সম্পাদক শশীকলা ও তার পরিষদীয় দলনেতা কে পালানিস্বামীকে ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় অপহরণ ও অন্যায় ভাবে আটকে রাখায় অভিযুক্ত করা হয়েছে।
গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী তথা শশীকলা-বিরোধী ও পনীরসিলভমের প্রতি আস্থা ঘোষণা করেন ওই বিধায়ক। টি-শার্ট, বারমুডা চাপিয়ে ওই রিসর্ট থেকে তিনি পালিয়ে এসেছেন বলে জানান।
প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারি শশীকলা এআইএডিএমকে পরিষদীয় নেতা নির্বাচিত হন। দুদিন বাদেই শশীকলার জন্য তিনি বাধ্য হলেন ইস্তফা দিতে, এই বলে বিদ্রোহ করেন পনীরসিলভম। তখন থেকেই গত এক সপ্তাহ দলের এমএলএ-দের এখানকার বিলাসবহুল রিসর্টে রাখা হয়। শশীকলা-অনুগামী তাঁদের অনেকেরই অবশ্য দাবি, স্বেচ্ছায় ওখানে রয়েছেন তাঁরা। শশীকলা নিজেও তিনবার সেখানে গিয়ে বৈঠক করেন তাঁদের সঙ্গে।
অপহরণ, জোর করে রিসর্টে বিধায়কদের আটকে রাখায় অভিযুক্ত শশীকলা, পালানিস্বামী
Web Desk, ABP Ananda
Updated at:
15 Feb 2017 04:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -