মুম্বই: একটি টেলিভিশন অনুষ্ঠানে জাত-পাত নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ দায়ের করা হল সলমন খান ও শিল্পা শেট্টির বিরুদ্ধে। গতকাল মুম্বইয়ের আন্ধেরি থানায় অভিযোগ দায়ের করেন রোজগার আঘাড়ি রিপাবলিকান পার্টির সাধারণ সম্পাদক নবীন রামচন্দ্র লাড়ে। পুলিশ জানিয়েছে, এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

লাড়ের অভিযোগ, সলমন ও শিল্পা যে মন্তব্য করেছেন, তাতে একটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লেগেছে। তিনি থানায় বলিউডের এই দুই তারকার আপত্তিকর মন্তব্যের ভিডিও জমা দিয়েছেন। এ বিষয়ে আন্ধেরি থানার সিনিয়র ইন্সপেক্টর পণ্ডিত থোরাট বলেছেন, এখনও পর্যন্ত মামলা দায়ের করা হয়নি। তদন্তের পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।