রায়গড়: নিজের মেয়েকেই ধর্ষণ! হ্যাঁ, ছত্তীসগড়ে রায়গড় শহরে এক পুলিস কনস্টেবলের বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগই উঠেছে। যিনি অভিযোগ করছেন তিনি সেই অভিযুক্ত কনস্টেবলের স্ত্রী। মেয়েকে ধর্ষণের অভিযোগে সোমবারই স্বামীর বিরুদ্ধে থানায় গিয়েছিলেন স্ত্রী। দায়ের করেছিলেন লিখিত অভিযোগও। সেই অভিযোগের ভিত্তিতেই কনস্টেবলকে গ্রেফতার করে পুলিস। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৫০৬ (অপরাধ ও হুমকি) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা রুজু হয়েছে পকসো আইনেও। বুধবার অভিযুক্তকে নিম্ন আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তের ১৪ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, ওই কনস্টেবলের স্ত্রীর অভিযোগ গত মাসের ২৯ তারিখ তাঁর ৬ বছরের মেয়েকে ধর্ষণ করা হয়। এবং মেয়ে যেন কোনও ভাবেই মুখ না খোলে সেজন্যও তাকে হুমকি দেওয়া হয়েছে। বাবার কথা মতো অনেকদিন চুপ করে থাকার পর অবশেষে মা-কে ঘটনার কথা সবিস্তারে জানায় ৬ বছরের নাবালিকা। সব জানার পরই থানায় অভিযোগ দায়ের করেন কনস্টেবল পত্নী। এই ঘটনায় গ্রেফতার হয়েছে সারানগর থানার পুলিস কনস্টেবল। সাসপেন্ড করা হয়েছে থানার পুলিস সুপারিনটেনডেন্ট রাজেশ আগরওয়ালকেও।