নয়াদিল্লি: সবজি বিক্রেতাদের ভয় দেখানোর অভিযোগ দায়ের হওয়ার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন সাত নম্বর রেসকোর্স রোডে আত্মসমর্পণ করতে গিয়ে আটক হলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া। তাঁর সঙ্গে আম আদমি পার্টির বিধায়করাও ছিলেন। তুঘলক রোডের কাছেই তাঁদের আটকায় পুলিশ। এরপর আর এগোতে না পেরে প্রধানমন্ত্রীর কাছে তাঁর বার্তা পৌঁছে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেন মণীশ।



 

শনিবার দিল্লির গাজিপুর সবজি মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি সুরিন্দর গোস্বামী উপ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছেন তাতে বলা হয়েছে, বাজার পরিদর্শনে গিয়ে বিক্রেতাদের ভয় দেখিয়েছেন তিনি। পুলিশ এই অভিযোগ গ্রহণ করেছে। তবে এফআইআর দায়ের করা হয়নি।

 

এই অভিযোগ দায়ের হওয়ার পরেই মণীশ ট্যুইট করে বলেন, প্রধানমন্ত্রী তাঁকে গ্রেফতার করার জন্য এই অভিযোগকেই অজুহাত হিসেবে খাড়া করে তোলাবাজি, দাঙ্গা-হাঙ্গামা, শ্লীলতাহানির অভিযোগ দায়ের করতে পারেন। উপ মুখ্যমন্ত্রী আরও বলেন, যারা বাজারে অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত তারাই এই অভিযোগ করেছে।


 

রবিবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ট্যুইট করে বলেন, সাত নম্বর রেসকোর্স রোডে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন মণীশ। এরপরেই পুলিশ সাত নম্বর রেসকোর্স রোডের আশেপাশে ১৪৪ ধারা জারি করে। রেসকোর্স রোড মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। মণীশ ও তাঁর সঙ্গীদের প্রধানমন্ত্রীর বাসভবনের অনেক দূরেই আটকে দেওয়া হয়।